আপনাকে স্বাগতম

 রংধনু ডটকমে আপনাকে স্বাগতম

আস্সালামু আলাইকুম, 


অন্যান্য সকল ধর্মালম্বীদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা রইলো ।

ছোট বেলা থেকে গভীর ইচ্ছা ছিল কম্পিউটার, কম্পিউটার বিষয়ে কাজ করার । সেই ধারাবিকতায় যখন দেশে ইন্টারনেট সংযোগ আসে তখন মনের মধ্যে নাড়া চাড়া দিয়ে উঠে আর এক বাসনা ,তা হলো ইন্টারনেটে কাজ করা । এখন আমাকে কে কাজ দিবে? আমি অদক্ষ একজন ব্যক্তি ,আউটসোর্সিং কিছু জানি না। পরে কিছু সাইট ঘুরে ঘুরে আর্টিকেল কিভাবে লিখতে হয়, কিভাবে সাইট খুলতে হয়, কিভাবে সেখান থেকে উপার্জন করা যায় এই বিষয় গুলো জানতে পাই । তবে উপার্জন কখনোই আমি তেমন করতে পারি নাই । তবে হ্যাঁ মানুষের উপকার একটু হলেও করতে পেরেছি । আমি যখন ছোট তখনকার একটা কথা বলি, একদিন স্কুল থেকে আসার পথে দেখি এক ভ্যান চালক, ভ্যান ভর্তি মালামাল নিয়ে মাটির রাস্তায় আটকে গেছে।  আমি তখন তাকে সাহায্য করি , সাহায্য করার পর ওনার মুখের হাসি দেখে আমার মনে যে প্রশান্তি এসেছিল তা বলে বুঝাবার নয় । সেই থেকে আমার যাত্রা শুরু । যখন যেভাবে পারি বিভিন্ন সাহায্য মূলক, সেচ্ছাসেবকমূলক সংগঠনে যোগ দেই । পরে একদিন খেয়াল করি আমি চাইলে নেটেও মানুষকে সাহায্য করতে পারি । পরে আমি সাহায্য করার চেষ্টা করি অনলাইনে । মজার ব্যাপার সাহায্য করতে গিয়ে সেখানে দেখা হয় আর এক মানবতার যেও নিজেকে মানবতার জন্য বিলিয়ে দিতে চায় ।

তার সাথে পরিচয় হয় আমার, তার মানুষকে সাহায্য করার ইচ্ছা, ইন্টারনেটে কাজ করার ইচ্ছা দেখে আমি তাকে আমাদের নিজেদের একটা সাইট খোলার প্রস্তাব করি । তিনি প্রথম প্রস্তাবেই রাজি হয়ে যান ।

এখন আর কি গল্পের এই পর্যায়ে আমি আমাদের নিজেদের একটা ব্লগ খুলেই ফেলি । তবে মজার ব্যাপার আমার বা তার সাইট পরিচালনার অভিজ্ঞতা থাকলেও নিজের সাইট, নতুন সাইট কিভাবে খুলতে হয় কারো জানা ছিল না ।

দুই শিশু যেন প্রথম হাটতে শিখছে , জানি পথ চলতে অনেকবার হোঁচট খেয়ে আমাদের পরতে হবে তবুও হাড় মানবো না ।
মানুষকে সাহায্য করার ব্রত নিয়ে আমাদের পথ চলার সঙ্গি এই সাইট ও আপনারা । আপনাদের আমাদের এই পথচলায় স্বাগতম । আশা করি আপনাদেরকে সাহায্য করার যে ব্রত নিয়েছি তা সঠিক ভাবে পালন করতে পারবো ।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ