গুজব ছড়াবেন না , আইন নিজের হাতে নিবেন না

 গুজব ছড়াবেন না আইন নিজের হাতে নিবেন না


গুজব ছড়াবেন না , আইন নিজের হাতে নিবেন না 

আমাদের গত এক আর্টিকেলে আমরা আপনাদের সতর্ক করে একটি পোস্ট বা আর্টিকেল লিখেছিলাম যার আসল কথাই ছিলো যে পদ্মা সেতু নির্মাণে কোনোরুপ মানুষের মাথা লাগছে না । এটা সম্পূর্ণ একটি মিথ্যা কথা বা গুজব এবং এটা সুনিশ্চিত করা সহ পদ্মাসেতুর নির্মাণ প্রকল্পের ব্যক্তি দ্বারা লিখিত নোটিশ দেয়া হয়েছে ।গত পোস্টের লিংক

তবে কথায় আছে সুগন্ধের চাইতে দূর্গন্ধ দ্রুত ছড়ায় । তাইতো এই লিখিত নোটিশ সম্পর্কে অনেকেই জানেন না । তার ই পরিপ্রেক্ষিতে দেশের ৪ জায়গায় ৪ জন ব্যক্তি ও এক জায়গায় এক মহিলাকে গণপিটুনী দিয়ে হত্যা করা হয়েছে । চারজন ব্যক্তির মধ্যে ৩ জন ছিলেন মানসিক ভারসাম্যহীন এবং একজন মাদকাসক্ত । আর অন্য মহিলা ছিলেন একজন মা যিনি তার সন্তান কে ভর্তির জন্য বিদ্যালয়ে গিয়ে তথ্য জানতে চাইলে তাকে প্রধান শিক্ষকের রুমে নিয়ে যাওয়া হয় । বাইরে থাকা অভিভাবকের মধ্যে সন্দেহের মাধ্যমে এক পর্থায়ে এক গুজব ছড়ায় যে তিনি ছেলে ধরা , এবং পরবর্তীতে গণপিটুনী দেয়া হয় তাকে । পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে । দেশে কি হচ্ছে এসব? আমরা বাঙালী এত টা গুজবে বিশ্বাসী । একটা মানুষ একটা কথা বলল সেটা না বুঝে না যাচাই করে মেনে নিলাম? আগে যেমন কোনো পীর কিছু বললেই অন্ধ বিশ্বাস করতো মানুষ এখনো তাই ঘটছে শুধু সাময়িক অবস্থা ভিন্ন ।

সারা দেশে এই পাঁচ হত্যার পরেও আরো ৭ হত্যার খবর পাওয়া গেছে । সেগুলো ও গণপিটুনী দিয়ে হত্যা ।৭ হত্যার খবরের লিংক

দেশে ধর্ষণের শাস্তি নেই, চক্ষুসামনে যখন কোনো ব্যক্তিকে কেউ ছুরিঘাত করছে, হত্যা করছে তখন আমরা চারপাশের লোকজন তাকিয়ে  তা দেখছি , কিন্তু সুযোগ হলেই এভাবে নিরস্ত্র ও নিরপরাধ ব্যক্তিকে হত্যা করছি । এটা এক প্রকার হত্যা । বাংলাদেশ আইনে এই গণপিটুনীতে হত্যা করা এক প্রকার ফৌজদরী অপরাধ ।

আমাদের সকলের উচিৎ সচেতন হওয়া । কোনো তথ্য খবর পেলে সঙ্গে সঙ্গে তাতে বিশ্বাস না এনে সেটা পরীক্ষা করে দেখা, তথ্য যাচাই করে সচেতন নাগরিক হওয়া । যেই মাকে আপনি হত্যা করলেন তার ছোট্ট শিশু মায়ের পথ চেয়ে বসে আছে । আপনার সাথে এমন হলে? সামান্য একটু কি মায়া হয় না ঐ নিরপরাধ শিশুর জন্য? যদি হয় তাহলে আজই সচেতন হন , গুজব ছড়াবেন না বিশ্বাস করবেন না । 

সচেতন নাগরিক ই পারে এই গুজবের বিরুদ্ধে রুখে দাড়াতে , আর কোনো হত্যা নয় ।

পোস্ট বা আর্টিকেল টি শেয়ার করে দ্রুত মানুষকে সত্য জানিয়ে দিন ।

সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ

-রংধনু

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ