যেভাবে আপনার ফেসবুক আইডি হ্যাক হচ্ছে !!




আপনার ফেসবুক আইডি যেভাবে হ্যাক হচ্ছে !!

আমাদের ফোনে প্রায় নানা ধরণের মেসেজ আসে আমাদের সোস্যাল মেসেন্জার গুলোয় । যেমন কোনো রেজাল্টের আগে মেসেজ আসে যে এই মেসেজ টা ফরওয়ার্ড করো তা না হলে কাল তুমি ফেল করবা । আবার এমন মেসেছ আসে যে কালেমার কসম যদি কসম না মানো তাহলে তোমার মায়ের ক্ষতি হবে । এক ব্যক্তি কসম মানে নি তার মায়ের ক্ষতি হয়েছে ।

আরো নানা ধরণের Emotional মেসেজ দেয়া হয় । অনেক দূর্বল চিত্তের মানুষ এগুলো শেয়ার করে আবার অনেকে না জানার কারণে , অতিরিক্ত ধর্মভীরু হয়ে নানা ধরণের পোস্ট, মেসেজ শেয়ার করে । আবার অনেকে  ভয়ে শেয়ার করে , অনেকে এই তথ্য গূলো সত্য মনে করে শেয়ার করে । তাহলে এই শেয়ার বা ফরওয়ার্ড করলে কি সমস্যা? চলুন জেনে নেই - 

আমাদের কাছে আশা এসব মেসেজের মধ্যে অনেক সময় লুকানো লিংক থাকে যার ফলে আমাদের ফোনে ভাইরাস, এমনকি আমাদের আইডি হ্যাক হয়ে যেতে পারে । যখন আমরা লুকানো লিংক এ যাবো তখন সেই সার্ভার থেকে আমাদের IP address পেয়ে যায় । সেখান থেকে আমাদের আইডি এমনকি ফোন পর্যন্ত হ্যাক হতে পারে । হ্যাকার আমাদের ব্যক্তিগত নানা তথ্য চুরি করতে পারে , ব্যাংক একাউন্টের তথ্য জেনে সেটাও হ্যাক করতে পারে কারণ আমরা এখন অনেকেই অনলাইন মোবাইল ব্যাংকিং করি । আবার অনেক সময় ফেসবুক যখন দেখে একটা মেসেজ বার বার ফরওয়ার্ড হচ্ছে তখন তারা সেই মেসেজ কে Spam মেহেজ হিসেবে চিহ্নিত করে । এবং কোনো ব্যক্তি যখন এমন একটি Spam মেসেজ অনেককে ফরওয়ার্ড করে তখন সেই ব্যক্তিকে ফেসবুক Spam মেসেজ ফরওয়ার্ডার হিসেবে চিহ্নিত করে এবং তার আইডি ব্লক করে দেয় । তাই আপনি অনেক সময় এভাবেও আপনার আইডি হারাতে পারেন । পোস্ট শেয়ার করার সময় ও  একি ঘটনা ঘটতে পারে । এখনি সচেতন হন এবং আর্টিকেলটি শেয়ার  করে আপনার বন্ধুদের সচেতন হতে সাহায্য করুন ।
সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ 
-রংধনু

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ