এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

এইচ এস সি পরীক্ষার ফল প্রকাশ

রোজ ১৭ জুলাই ২০১৯ তারিখ(দুপুর ১২•৩০ থেকে ২•০০ এর মধ্যে। এখনো কোনো সাইটে নির্দিষ্ট ভাবে বলে নি । তবে কুমিল্লা বোর্ডের সাইটে দুপুর ১ ঘটিকর কথা বলা হয়েছে) এইচ এস সি পরীক্ষার ফল প্রকাশিত হবে । এই ফলাফল নির্দিষ্ট বোর্ডের সাইটে, রেজাল্ট সাইটে এবং মোবাইল SMS এর মাধ্যমে জানা যাবে । চলুন জেনে নেই সব থেকে দ্রুত আপনি কি করে আপনার রেজাল্ট হাতে পাবেন । 

বোর্ডের সাইট থেকে : 

অধিকাংশ শিক্ষার্থী গুগলে সার্চ করে তারপর যেই যেই সাইট গুলো এড দিয়ে রেখেছে আগে থেকে তাদের মধ্য থেকে একটা সাইটে গিয়ে নিজেদের রেজাল্ট বের করে । এতে প্রচুর সময় নষ্ট হয় । কারণ অধিকাংশ সাইট অর্থ উপার্জনের জন্য সাইটের এড্রেসের ভেতরে এড সাইটের এড্রেস লুকিয়ে রাখে ।আপনি দেখবেন প্রায় যে আপনি ক্লিক করলেন একটা লিংক কিন্তু আলাদা একটা সাইট আপনাকে প্রদর্শন করছে । তাই সব থেকে ভালো বুদ্ধি হলো নিজের বোর্ডের সাইটে গিয়ে রেজাল্ট দেখা । সেখানে কোনো প্রকার এড প্রদর্শিত হয় না এবং আপনি সহজেই আপনার রেজাল্ট হাতে পেয়ে যাবেন । আপনি যেই শিক্ষা বোর্ড থেকে পরিক্ষা দিয়েছেন তাদের মেইন সাইটে যান রেজাল্ট দেয়ার  ৩০ মিনিট পূর্বে । এরপর রেজাল্ট যেই টাইমে দেয়ার কথা তার কিছুক্ষণ আগ থেকে বার বার সাইট রিফ্রেশ করুন । দেখবেন খুব দ্রুত আপনি রেজাল্ট পেয়ে যাবেন । আপনাদের সুবিধার্তে আমরা সাইট গুলোর এড্রেস দিয়ে দিচ্ছি 

ঢাকা শিক্ষার বোর্ড সাইট : 

https://dhakaeducationboard.gov.bd/  

দিনাজপুর শিক্ষা বোর্ড : 

http://dinajpureducationboard.gov.bd/

কুমিল্লা শিক্ষা বোর্ড :

https://comillaboard.portal.gov.bd/

বরিশাল শিক্ষা বোর্ড :

http://www.barisalboard.gov.bd/

চট্টগ্রাম শিক্ষাবোর্ড :

http://web.bise-ctg.gov.bd/bisectg

যশোর শিক্ষাবোর্ড : 

https://www.jessoreboard.gov.bd/

ময়মনসিংহ শিক্ষা বোর্ড :

http://www.mymensingheducationboard.gov.bd/

রাজশাহী শিক্ষা বোর্ড : 

http://rajshahieducationboard.gov.bd/

সিলেট শিক্ষা বোর্ড :

https://sylhetboard.gov.bd/ 

টেকনিক্যাল বোর্ড : 

http://bteb.gov.bd/

 মাদ্রাসা বোর্ড :

http://bmeb.gov.bd/

এই সাইট গুলোয় গিয়ে রেজাল্ট অপশনে গেলেই আপনি আপনার রেজাল্ট দেখার কাঙ্খিত সাইটে পৌছে যাবেন । এখন যদি আপনি সকল বোর্ডের জন্য একটা সার্বজনীন সাইট চান সেটি হলো

https://eboardresults.com/app/

এই সাইটে আপনি একক, জেলা ভিত্তিক, বিদ্যালয়, কলেজ ভিত্তিক , এসএসসি , এইচএসসি , সমমাধ, মাদ্রাসা সকল বোর্ডের রেজাল্ট পাবেন । 

মেসেজের মাধ্যমে কিভাবে পাবেন তা ছবিতে দেয়া আছে ।আবারো 

HSC <space> 1st 3 letter of HSC Board <space> HSC Roll No <space> 2016 & send to 16222

Alim <space> MAD <space> HSC Roll No <space> 2017 & send to 16222

HSC (Vocational) <space> TEC <space> HSC Roll No <space> 2017 & send to 16222

ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য । আপনার মতামত আমাদের জন্য অণুপ্রেরণা

-রংধনু

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ