এরপর আপনার মাথা কেটে নিয়ে যাবে না তো?

এরপর আপনার মাথা কেটে নিয়ে যাবে না তো?

ইদানিং ফেসবুকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুব ভাইরাল হয়েছে। সেটি হল পদ্মা সেতুর জন্য নাকি মানুষের গলা কাটা হচ্ছে।এর জন্য নাকি মানুষকে অপহরণ করা হচ্ছে এমন কি দেখা গিয়েছে যে পদ্মা সেতুর আশপাশের এলাকা থেকে অনেক শিশু অপহরণ হয়েছে অনেকের ধারণা মানুষের গলার জন্যই এই শিশুগুলোকে অপহরণ করা হয়েছে। তাহলে চলুন জেনে নিই এই কথাটার সত্যতা কতটুকু?

আসসালামু আলাইকুম আমি আসিফ আমার জিহাদ (রংধনু), আজকে আপনাদের ফেসবুকের একটি খুবই ভাইরাল বিষয় নিয়ে বলবো। কিছুদিন আগে পদ্মা সেতুর পাশের এক ব্যক্তি তার ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি তার ফেসবুক পোস্টে বলেন যে পদ্মা সেতু নির্মাণের জন্য নাকি চিনা ইঞ্জিনিয়াররা মানুষের মাথা কেটে পদ্মা সেতুর জন্য উৎসর্গ করছে এবং তিনি সবাইকে সচেতন হতে বলেন এর পাশাপাশি তিনি একটি ফেসবুক ভিত্তিক ও মেসেঞ্জার এ একটি মেসেজ লিখে তা সবাইকে ফরওয়ার্ড করার কথা জানান। বিষয়টি খুব দ্রুত ছড়িয়ে পড়লে এক পর্যায়ে বিষয়টি পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালকের দৃষ্টিতে পড়ে । পরবর্তীতে তিনি বিষয়টি নিয়ে একটি লিখিত তথ্য প্রকাশ করেন । তার প্রকাশিত , লিখিত ও স্বাক্ষরিত তথ্যটিতে লিখিত ছিলো এরুপ ,

"পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ যে অপপ্রচার চালাচ্ছে তা প্রকল্প কর্তৃপক্ষের নজরে এসেছে । আমরা স্পষ্ট ভাবে বলতে চাই , এটি একটি গুজব । এর কোনো সত্যতা নেই ।এমন অপপ্রচার আইনত দন্ডনীয় অপরাধ। এ ধরণের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা হচ্ছে ।"

এ থেকেই এই বিষয় টি যে গুজব তা বুঝা যায় । তাই যারা নিজের মাথা কাটা যাওয়ার ভয়ে বাসা থেকে বের হন নি তাদের বলছি আপনারা নিষ্চিন্তে বের হতে পারেন । তবে সচেতন থাকবেন যেন অন্য কোনো চক্রের খপ্পরে না পড়েন ।
সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ । ভালো লাগলে জানাতে ভুলবেন না । শেয়ার করে সত্য ছড়িয়ে দিন 
-রংধনু

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ