ভালোবাসতে শিখুন না হয় ঘৃণা করতে শিখুন


"ভালোবাসতে শিখুন না হয় ঘৃণা করতে শিখুন"

আস্সালামু আলাইকুম, 

অন্যান্য ধর্মালম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা । বাংলাদেশের মোট জনগণের মধ্যে ৯০.৪% লোক বা জনগণ হলো ইসলাম ধর্মের অনুসারী । অধিকাংশ লোক ইসলাম ধর্মের অনুসারী হলেও এখানে একটা ভালো সংখ্যার হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের জনগণ রয়েছেন । বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হলেও একসময় এই বাংলাদেশ ভারত উপমহাদেশের অংশ ছিল । তখন কার সময় অর্থাৎ প্রাচীন ভারতে মুসলিম শাসনের পূর্বে হিন্দু বা সনাতন ধর্মের অনুসারী ব্যক্তির আধিক্য বেশি ছিল । পরবর্তীতে মনে করা হয় , তূর্কি আমলে মুসলিম শাসন যখন শুরু হয় তখন আরবি ভাষা ও ইসলাম ধর্মের প্রচলন শুরু এই উপমহাদশে । ধীরে ধীরে সনাতন ধর্মের দেশে মুসলিমের আধিক্য দেখা দেয় । তাই অনেকেই বাংলাদেশের মুসলিম সম্প্রদায়কে বলে শুনে মুসলিম যাদের প্রাচীন পূর্বপূরুষেরা হিন্দু বা সনাতন ধর্মের ছিল । হিন্দু বা সনাতন ধর্মের ব্যক্তি ছাড়াও এ দেশে বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের লোকের বাস রয়েছে । এছাড়া উপজাতিদের নানা ধর্ম রয়েছে । তাহলে বুঝায় যাচ্ছে এই ছোট্ট দেশে বৈচিত্রতা অনেক ।

তবে আজকের আমাদের আর্টিকেলটি বৈচিত্রতার উপর বা ইতিহাসের উপর নয় । এই তথ্যগুলো দিলাম পরবর্তীতে কাজে আসবে এই আর্টিকেলের তাই । আজকের আর্টিকেলের শিরোনাম দেখে অনেকেই প্রথমে মনে করেছেন যে লেখক ভালো কথা বলেছেন তা হলো ভালোবাসতে শিখতে বলেছে । তবে পরবর্তীতেই আবার ভাবছেন লেখক ঘৃণা করতে বলছে কেন? ঘৃণা করা তো ভালো কথা নয় । কেন ঘৃণা করতে বলেছি তা জানতে হলে আর্টিকেলের শেষ পর্যন্ত পড়তে হবে । আশা করি শেষে যুক্তি দিয়ে বলতে পারবো আমি কেন এই কথাটি বলেছি । চলুন তার আগে আমাদের সমাজ সম্পর্কে একটু জেনে নেই , 

আমাদের সমাজে এক বিশেষ শ্রেণির মানুষ রূপী অমানুষ আছে । যাদের মনে নেই কোনো ভালোবাসা, নেই চোনো মায়া, নেই কোনো দয়া, নেই এই পৃথিবীর প্রতি কোনো মায়া , নেই মায়ের প্রতি ভালোবাসা, বোনের প্রতি সম্মান । তারা শুধু মানুষের ক্ষতি করতে জানে, জানে ধর্ষণ করতে, মাকে অপমান করতে , পৃথিবীর ধ্বংস ডেকে আনতে, মানুষের সাথে হিংসা করতে , অমঙ্গল কামনা করতে, ক্ষতি সাধন করতে । এরা মানুষ না । আমাদের সবার শারীরিক কাঠামো এক হলেও , বিজ্ঞান আমাদের সবাইকে  Homo sapiens (তথ্যসূত্র)
বললেও আমরা সবাই প্রকৃত মানুষ নই । আমাদের শারীরিক কাঠামো হয়ত আমাদের মানুষ বলে তবে আমরা অন্তর থেকে মানুষ নয় । কেউ মানুষ রূপী অমানুষ । কেউ Circuss এর দর্শকের মতো দর্শকরূপী মানুষ । সমাজে যাই হোক না কেন, ধর্ষণ হোক, অত্যাচারী অত্যাচার করুক, হত্যাকারী হত্যা করুন , ক্ষতিকারী ক্ষতি করুন, ঘুষখোর ঘুষ নেক, দুর্নীতিকারী দুর্নীতে করুক , পৃথিবী ধ্বংস হয়ে যাক এরা ঈইছু বলবে না । এরা Circuss এর দর্শকের ন্যায় নিশ্চুপ , এদের শরীরে কোনো শক্তি নেই । এরা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না । 

এই দুই শ্রেণির পর সমাজে আর এক শ্রেণির মানুষ রয়েছে । যার প্রকৃত অর্থেই মানুষ । যাদের মনে মানবিক গুণাবলি গুলো আছে । যাদের মনে ভালোবাসা আছে, মায়া আছে পৃথিবীর জন্য, ভালোবাসা আছে মায়ের জন্য, দয়া আছে সৃষ্টির প্রতি, সম্মান আছে বোনের জন্য, ভালোবাসা আছে প্রিয় এর জন্য এরাই প্রকৃত মানুষ । এরা অন্যায়ের প্রতিবাদ করতে জানে, জানে হত্যাকারীকে শাস্তি দিতে, অত্যাচারীকে বাধা দিতে , ধর্ষক কে মৃত্যু দন্ড দিতে । এরা জানে অন্যায় কে কোনো প্রশ্রয় নয় । এরা মানে - 
  "যে অন্যায় করে আর যে অন্যায় সয় দুজনেই সমান অপরাধী"
এরাই প্রকৃত মানুষ । এরা যদি না থাকত তাহলে মানুষ রূপী অমানুষের কারণে পৃথিবী ধ্বংস হয়ে  যেতে আর দর্শক মানুষেরা তা চেয়ে চেয়ে দেখতো আর তালি বাজাত । প্রকৃত মানুষ আছে বলেই অন্যায় এই পৃথিবীকে শেষ করে দিতে পারে নাই । মানুষ সাম্যের মাধ্যমে বাস করতে পারছে । প্রকৃত মানুষ আছে বলেই যত বড় দূর্যোগ ই আসুক না কেন পৃথিবী টিকে আছে । যেদিন এরা থাকবেন না পৃথিবী ধ্বংস হয়ে যাবে কারণ -
" প্রাকৃতিক দূর্যোগের চাইতে মানব দূর্যোগ বেশি ভয়ানয়ক ত বিদ্ধংশী "
এখন আপনি যদি সত্যি মানুষ হতে চান তাহলে এখনি ভালোবাসতে শিখুন না হলে ঘৃণা করতেই শিখুন । তবুও তো মানুষ রূপী অমানুষ হবেন । পৃথিবী ধ্বংসে আপনার অবদান থাকবে । দর্শকের মতে সমাজে যাই হোক না কেন চুপ করে থাকবেন না । হয় প্রতিবাদ করতে শিখুন না হয় ঘৃণা করতে শিখুন , অমানুষে পরিণত হন । কিছু একটা করা হবে তো । একটা কথা হয়ত জানবেন -
পৃথিবীতে দুই ভাবে শ্রেষ্ঠ্যত্ব অর্জন করা যায় । তা হলো ভালো ও খারাপ
আপনি মানুষ হবেন নাকি মানুষ রূপী দানব হবেন আপনার উপর । নাকি দর্শক হবেন তাও আপনার উপর। আমি আপনার কথা , সমাজের কথা ভেবেই বলেছি ভালোবাসতে শিখুন, ভালোবাসা মানবিক সকল গুণাবলি তৈরি করে দেয় । যার মনে ভালোবাসা নেই সে মানুষ নয় । তাই ভালোবাসতে না পারলে ঘৃণা করুন। আশা করি আমি যা বুঝাতে চেয়েছি যা বলতে চেয়েছি , যে যুক্তি দিতে চেয়েছি তা দিয়েছি ।

 আজকে এই পর্যন্তই । আশা করি মানুষকে সাহায্য করার যে ইচ্ছা আমাদের তা পূরণ হওয়ার দীর্ঘ পথে আমি পদার্পণ করেছি । পোস্টটি সম্পর্কে কোনো প্রকার অভিমত, পরামর্শ এবং ভুল পেলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন । ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ।

-রংধনু


সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ 

 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ