ছবি তুললে আসবে টাকা পকেটে

 

ছবি তুললে আসবে টাকা পকেটে

আস্সালামু আলাইকুম, 
সবাই কেমন আছেন? আশা করি যে যেই অবস্থায় আছেন ভালো আছেন । মনে রাখবেন আপনি যেই অবস্থায় বিরাজ করেন তাতেই সুখী থাকার সর্বপ্রথম চেষ্টা করুন তারপর প্রয়োজন অনুসারে তা থেকে আরো উন্নত স্তরে যাওয়ার চেষ্টা করুন। কারণ যখন মানুষ অর্থ চিন্তার নিগরে নিজেকে বন্ধ করে ফেলে তখন সে তার মনের প্রশান্তির ঘর থেকে বেরিয়ে পড়ে ।
তবে আজকের আর্টিকেলের বিষয় উপরের কোথাগুলোর একটাও না । আমাদের আজকের বিষয় বা আর্টিকেলের বিষয় হলো আপনি কিভাবে সহজেই ঘরে বসে ছবি তুলে উপার্জন করতে পারবেন । উপার্জন বর্তমানের যুগের সব থেকে প্রয়োজনীয় একটা দৈনন্দিন কাজের অংশ ।

অনেকেই ভাবছেন ছবি তুলে ঘরে বসেই আবার কিভাবে টাকা উপার্জন করবো? দাড়ান আরো একটা চমক আছে আপনাদের জন্য , আর সেটা হলো এই ছবি আপনাকে কোনো বড় ক্যামেরা বা বর্তমানের জনপ্রিয় ক্যামেরা ডিএসএলআর (DSLR) দিয়ে তুলতে হবে না । আপনি আপনার স্মার্ট ফোন দিয়ে ছবি তুলে সেই ছবি দিয়েই ভালো উপার্জন করতে পারবেন । আপনার শুধু প্রয়োজন কিছু জিনিসের তা হলো -
  1. ছবি তোলার অদম্য ইচ্ছা 
  2. একটা অ্যাপ
  3. ছবি তোলার মানসিকতা
  4. ধৈর্য 
  5. একটি স্মার্টফোন
  6. সময় । শেষ আর কিছু লাগবে না । আশা করি আপনার এই জিনিস গুলো আছে 
আশা করি আপনাকে বুঝাতে পারছি বিষয় গুলো । চলুন আর একটু জেনে নেই এই বিষয়ে আর দেরি না করে ।

ছবি তোলার অদম্য ইচ্ছা
 
বর্তমানে সবাই প্রতিদিন প্রায় অসংখ্য ছবি তোলে । তাই এই ইচ্ছা নেই কারো তাকে খুজে পাওয়া বড়ই কঠিন তাই আপনি চাইলেই আমার বলে দেয়া এই পন্থায় টাকা উপার্জন করতে পারবেন।
যেই অ্যাপ টি লাগবে 

আপনারা এত দিন ছবি তুলতেন শখের বসে এখন ছবি তুলবেন আপনি "স্ট্রিট স্পটার" নামের এই অ্যাপটির জন্য । এটি একটি অ্যাপ । যেখানে ছবি তুলে আপনি প্রদান করার জন্য শর্তসাপেক্ষে আপনাকে তারা অর্থ প্রদান করবে । আপনার তোলা পথ ঘাটের ছবি খাবারের ছবি থেকে শুরু করে যেকোনো স্থানের ছবি বা যেকোনো কিছুর ছবি যখন আপনি তুলবেন এবং তা স্ট্রিটস্পটার এ দিবেন তখন সেই ছবি চলে যাবে জার্মানির নুরেমবার্গ শহরে , স্ট্রিটস্পটার সদর দপ্তরে ।সেখানে তাদের কর্মীরা আপনার তোলা ছবি গুলো কে খুটিয়ে খুটিয়ে দেখবে তারপর তারা সেই ছবিকে দিয়ে দেবে বিভিন্ন প্রতিষ্ঠানকে । তারপর তারা একটা প্রফিট লাভ করবে সেই প্রফিট থেকে তারা আপনাকে একটা অংশ দিবে ।এই স্ট্রিটস্পটার এর বিশ্ব জুড়ে রয়েছে কয়েক হাজারের মতো ক্লায়েন্ট । যারা প্রতিনিয়ত ছবি চাচ্ছে স্ট্রিট স্পটারের কাছে। তাহলে বুঝায় যাচ্ছে আপনার পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কত বেশি । অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই স্ট্রিটস্পটার কি ? চলুন যেনে নেই , 
স্ট্রিটস্পটার আসলে কি ?
স্ট্রিটস্পটার হলো একটি জার্মানির বিখ্যাত রিটেল ইন্টেলেজেন্সি কোম্পানি । পৃথিবী জুড়ে বিভিন্ন কোম্পানির রিয়েল টাইম প্রোডাক্ট প্রমোশন যার মূল কাজ । এই প্রমোশনের কাজের জন্য তাদের প্রয়োজন এক বিশাল সংখ্যক কর্মী । তবে তারা কর্মী নিয়োগ দেয় না । তার চেয়ে বরং তারা তাদের অ্যাপের মাধ্যমে সারা বিশ্ব থেকে কর্মী খুজে বের করে তাদের তারা নিজের কাজ টা করে ফেলে । আপনি যখন কোনো ছবি তুলে তাদের দিবেন তাদের কর্মীরা সেই ছবি দেখে তাদের কোনো ক্লায়েন্ট কে  দিবে সেই ক্লায়েন্ট তার প্রয়োজন অনুসারে ছবিটা ব্যবহার করে ও একটা অর্থ প্রদান করে সেই অর্থের একটা অংশ অ্যাপ আপনাকে দিবে । এভাবেই কাজ করে মূল বিষয়টা । তবে আপনি কিসের ছবি তুলবেন তা নির্দিষ্ট নয় । আপনি যেকোনো কিছুর ছবি তুলতে পারেন । তবে মাঝে মাঝে অ্যাপের কিছু নির্দিষ্ট ছবির প্রয়োজন হয় তখন তারা তাদের ইউসার দের নোটিফিকেশন দিয়ে দেয় । সেখান থেকে আপনি জানতে পারবেন কখন কোন ধরণের ছবির প্রয়োজন । আপনি চাইলে বিস্তাড়িত জানতে পারেন এই লিংকে 
www.streetspotr.com 
আপনি এই অ্যাপটি গুগল প্লে থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আবার আইফোনের জন্যও অ্যাপটি পাবেন । তাই চিন্তার কোনো কারণ নেই 
প্লে স্টোর লিংক -এটা

আশা করি আজকে আপনাদের সামান্য হলেও সাহায্য করতে পেরেছি । এরকম আরো পোস্ট নিয়ে শীঘ্রই আসছি । ততোদিনের জন্য সবাই ভালো থাকবেন । 
-রংধনু
সময় নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ